২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০১ নভে ২০২৪ ০৭:১১
সুরমাভিউ:- দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গত ১ নভেম্বর শুক্রবার সারা দেশের ন্যায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে নগরীর দক্ষিণ সুরমা থানার পাশে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হলরুমে আয়োজিত আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এন ডি সি এর হাতে থেকে সিলেট জেলার শ্রেষ্ঠ যুব ভলান্টিয়ার এর স্বীকৃতি সনদ গ্রহণ করেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলাম।
উল্লেখ্য ২৪ সালের সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, লক্ষিপুর সহ ১২ জেলায় জাতীয় দুর্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসনের ও সহায়তায় কাজের স্বীকৃতি স্বরূপ এই সনদ দেয়া হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766