বাংলাদেশ রেড ক্রিসেন্ট’র এডহক ম্যানেজিং বোর্ডের সদস্য হলেন সিলেটের আমিনুল ইসলাম

প্রকাশিত:শুক্রবার, ০১ নভে ২০২৪ ০৩:১১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট’র এডহক ম্যানেজিং বোর্ডের সদস্য হলেন সিলেটের আমিনুল ইসলাম

সুরমাভিউ:-  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং বোর্ডের সদস্য হলেন সিলেটের কৃতি সন্তান ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশনের সদস্য বিশিষ্ট আয়কর আইনজীবী মুহাম্মদ আমিনুল ইসলাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে ১২ সদস্য বিশিষ্ট এডহক ম্যানেজিং বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাদেশ ১৯৭৩-২৬ অনুযায়ী ২৭ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ এ প্রজ্ঞাপন জারি করেন। এতে মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম (অব.) কে চেয়ারম্যান এবং ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি কে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট (অব.) ডা. শেখ আবুজাফর, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (অব.) অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুস, যুগ্ম মহাসচিব (অব.) ডাঃ মোঃ আমিনুল ইসলাম, রাজধানীর নিপসম ইপিডিমিওলজি বিভাগের অধ্যপক ডাঃ মোঃ আবিদুল হক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার ইন মেডিসিন ডাঃ সাইফুল আলম, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম এমবিএ এনডিসি পিএসসি এবং জিডি, গবেষক ও পরিকল্পনাবিদ ড. আহমেদ জামিল ইব্রাহীম, মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম সাজু।

এ সংক্রান্ত আরও সংবাদ