১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩১ অক্টো ২০২৪ ০৭:১০
সুনামগঞ্জ প্রতিনিধি:- বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জাত বিনাধান ১৭ প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে
দোয়ারাবাজার উপজেলার চন্ডীপুর গ্রামে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র আয়োজনে ও কৃষি সম্প্রসারান অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ বিনা মহা পরিচালক ড. মো.আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শেফাউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ড.মো.মাহবুবুল আলম তালুকদার, উপ প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আশিকুর রহমান, দোয়ারাবাজার কৃষি কর্মকর্তা আশ্রাফুল আলম, বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো.মোজাম্মেল হক, মো: মাহমুদুল হাসান মানিক, দোয়ারা বাজার উপসহকারী কৃষি কর্মকর্তা সোহাগ চৌধুরী, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এ সময় বক্তারা কৃষক কৃষাণীদের উন্নত জাতের বীজ উদ্ভাবন ও উন্নত জাতের ফসল উৎপাদন বাড়াতে বিভিন্ন বীজের রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বীজ ও সারের নিয়ম কানুন সম্পর্কে অবগত করেন।
অনুষ্ঠানে শেষে কৃষক কৃষাণী মধ্যে বিনা সরিষ বীজ বিতরণ করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766