সিলেটে ২৮শে অক্টোবরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ৩০ অক্টো ২০২৪ ১২:১০

সিলেটে ২৮শে অক্টোবরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সুরমাভিউ:-  আজ ২৯ অক্টোবর মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের(কেমুসাস) হল রুমে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে উক্ত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড.এহসানুল মাহবুব জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

প্রধান অতিথির বক্তব্য এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর দেশব্যাপী যে নারকীয় তাণ্ডব চালায় আওয়ামী সন্ত্রাসীরা এর মাধ্যমেই মূলত দেশে ফ্যাসিবাদের সূচনা করে আওয়ামীলীগ। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার জন্য এমন কোন হীন আচরণ নেই যা তারা করেনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যেক্ষ হুকুমে দেশব্যাপী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য ড. নুরুল ইসলাম বাবুল বলেন, আওয়ামীলীগ জাতির সাথে বেঈমানী করেছে, ০৬ সালের ২৮শে অক্টোবর সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশ কে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের যে সংলাপ হয়েছিলো, সে সংলাপের সাথে ধোকাবাজী করে তারা পরের দিন লগী-বৈঠার তান্ডব চালায়। তিনি বলেন, ২৮ শে অক্টোবর এই জাতির জন্য কলংকজনক একটি কালো দিন।

সভাপতির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, ২৮শে অক্টোবর আমাদের বেদনার, আমাদের প্রেরণার। তিনি বলেন, ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তি এদেশের প্রত্যেক ছাত্রের কর্ণগহ্বরে ইসলামের আহ্বান পৌছিয়ে ২৮শে অক্টোবরে নিহত ও আহতদের রক্তের বদলা নিবে।

উক্ত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে মহানগর শাখার সেক্রেটারিয়েটবৃন্দ বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোকচিত্র প্রদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ