১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩০ অক্টো ২০২৪ ১০:১০
চট্টগ্রামের খুলশী এলাকায় জুস তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্টেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ খান বলেন, আজ ভোর ৫টা ১০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি লোহার কাঠামোর। আগুনের কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরও উদ্ধার করেন।
তবে কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি ইব্রাহিম খলিলুল্লাহ। প্রাথমিক ধারণা থেকে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766