জগন্নাথপুরে বিষ খেয়ে আত্মতার চেষ্টা যুবকের

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ অক্টো ২০২৪ ১০:১০

জগন্নাথপুরে বিষ খেয়ে আত্মতার চেষ্টা যুবকের

জগন্নাথপুর প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান খেতের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক।

আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের আব্দুল কাদির মিয়ার পুত্র মকদ্দুস আলী (২০) এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স। দ্রুত চিকিৎসা শুরু করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ওই যুবকের নাম মকদ্দুস আলী (২০) রানীগঞ্জ ইউনিয়নে আছিমপুর গ্রামের আব্দুল কাদির এর পুত্র।

পরিবার সুত্রে জানা যায় বিকালে জমি চাষাবাদ করে বাড়ি আসে, বলে আমার শরিল কেমন করছে,আমি ধান খেতের বিষ খেয়েছি। সাথে সাথে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। জগন্নাথপুর কর্মরত চিকিৎসা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি কি কারনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার কোন তথ্য পাওয়া যায়নি।

যুবকের পিতা আব্দুল কাদির বলেন জমিনের কাজ শেষ করে বাড়িতে আসে এসে বলে বিষ খেয়েছে। কি কারনে খেয়েছে বলে নাই। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
জগন্নাথপুর কর্মরত চিকিৎসা ডাঃ জনি মিয়া বলেন বিষ খেয়ে এসেছে যুবক আমরা সিলেট পাঠিয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ