২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৩ অক্টো ২০২৪ ০৮:১০
‘নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা। কিন্তু আজ বুধবার (২৩ অক্টোবর) রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের তহুরা খাতুন জোড়া গোল করেন। অপর গোলটি করেন আফিদা খন্দকার।
নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে সাবিনা খাতুনের উড়িয়ে মারা বল ডি বক্সের ভেতর থেকে ক্লিয়ার হয়। কিন্তু সেটি ডানদিকে পেনাল্টি বক্সের সামনে পেয়ে যান আফিদা। তিনি ট্যাপ করে ভারতের গোলরক্ষক পান্থোই চানুর মাথার উপর দিয়ে বল জালে পাঠান।
২৬ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল গোলের। এ সময় বামদিক থেকে মনিকা চাকমার নেওয়া শটে বারে লেগে ফিরে যায়। তবে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় বামদিক থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস ভারতের গোলরক্ষক লাফিয়েও ধরতে পারেননি। গোললাইনের সামনে সেটাতে পা লাগিয়ে জালে জড়ান তহুরা।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766