জগন্নাথপুরে এইচপিভি টিকা বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২৩ অক্টো ২০২৪ ০৭:১০

জগন্নাথপুরে এইচপিভি টিকা বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিক প্রতিনিধি ওরিয়েন্টেশন সেমিনার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন আরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রথম বারের মতো সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে জরায়ু ক্যানসার প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে একমাস ব্যাপী এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হবে। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী সহ বয়স অনুপাতে ১০ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের মাঝে এই এইচপিভি টিকা প্রদান করা হবে, যারা স্কুলে পড়েনা তাদের ক্ষেত্রে বয়স ১০ থেকে ১৪ বছর অনুপাতে এই বয়সের কিশোরীদের টিকা দিবো, আমরা চেষ্টা করবো কেউ যেন টিকা গ্রহন থেকে বাদ না পরে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, জগন্নাথপুর উপজেলায় মোট ১২ হাজার দুই শত ৯২ জন শিক্ষার্থী সহ ৪৭৯ জন প্রতিষ্ঠানের বাহিরে কিশোরীকে টিকাদান করা হবে। এই টিকা অনেক আগ থেকে বাজারে পাওয়া যায়, এটির মূল্য দুই হাজার টাকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় সরকার বিনা মূল্যে টিকা দিচ্ছেন। টিকা নিয়ে সমাজে সচেতনতার অভাব আছে, অনেকেই এটা নিতে চায়না, তাদের মধ্যে ভয়ভীতি কাজ করে, আমরা আস্বস্ত করতে চাই যে, এইচপিভি টিকা গ্রহন করলে কোন প্রকার ক্ষতির সম্ভবনা নেই। এইচপিভি টিকা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিক ওরিয়েন্টেশনে এইচপিভি টিকা বিষয়ে বক্তব্য রাখেন মেডিসিন কনসালট্যান্ট ডাক্তার সুব্রত রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিম আলম।

এ সময় সাংবাদিকদের মধ্যে সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল, গোবিন্দ দেব, শাহ এস এম ফরিদ, রিয়াজ আহমেদ, গোলাম সারোয়ার, আমিনুল হক শিপন, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া আহমেদ, আলী হোসেন খাঁন, আব্দুল ওয়াহিদ, মো. আল আমিন, রেজুয়ান আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ