২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২২ অক্টো ২০২৪ ০৮:১০
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে তাঁকে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাইজিংবিডিকে তিনি বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় মামলায় আছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মিরপুর মডেল থানা আগুন দিয়ে জ্বালিয়ে ও ভাঙচুর করায় সেখানে ব্যারিস্টার সুমনকে রাখা যায়নি। এ কারণে তাকে পল্লবী থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766