২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২১ অক্টো ২০২৪ ১০:১০
সুনামগঞ্জের সদর উপজেলায় র্যাব-৯ সিলেট ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ টি Neogel 90 বিস্ফোরক উদ্ধার। এসময় কাউকে আটক করতে পারেনি।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে সদর গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং বাংলাদেশ সেনাবাহিনী এর একটি অভিযানিক দল দুপুরে রাধানগর পয়েন্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৭টি বিস্ফোরক (নিওজেল 90 এসবিএল এনার্জি লিমিটেড বিস্ফোরক (ক্ল্যাম-2) 125 জিএস, গ্রাম ইয়েনভেরা,জেলা-নাগপুর 441502 (এমএস। ইন্ডিয়া)উদ্ধার করতে সক্ষম হয়।
সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-১, সিলেট মো. মশিহুর রহমান সোহেল এর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এজাহার দায়েরপূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও, বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766