সিসিকের সাবেক প্যানেল মেয়র লিপন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ অক্টো ২০২৪ ০৭:১০

সিসিকের সাবেক প্যানেল মেয়র লিপন গ্রেফতার

সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক প্যানেল মেয়র এবং কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো.তৌফিক বক্স লিপনকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতা করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিপনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ