ছাতকে নাশকতার মামলা ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান গ্রেফতার

প্রকাশিত:শনিবার, ১২ অক্টো ২০২৪ ০৭:১০

ছাতকে নাশকতার মামলা ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান গ্রেফতার

সুরমাভিউ:-  তিনি ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। শুক্রবার ১১ অক্টোবর রাত ৮.৩০ ঘটিকার সময় ছাতক পৌরশহর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা, যায় তাকে সুনামগঞ্জের একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মোঃ সাইদুল হকের ছেলে।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান জানান, সুনামগঞ্জের একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ