১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ অক্টো ২০২৪ ০৯:১০
সিলেটে ঢালাওভাবে ভারতীয় চিনি চোরাচালানের জন্য যুবদল ছাত্রদলকে দায়ী করা যে ঠিক নয় সেটা প্রমাণ করলেন সিলেট জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজু,এবং ছাত্রদল নেতা আব্দুল করিম কিবরিয়া সহ যুবদলের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ) সন্ধ্যা ৬;৩০ মিনিটের দিকে সিলেট এয়ারপোর্ট বাইপাস থেকে ভারতীয় চিনির ট্রাক আটকে পুলিশের হাতে তুলে দেন যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ।
সাজিদুল ইসলাম সাজু,এবং আব্দুল করিম কিবরিয়া সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজী জুনেদ আহমদ অনুসারী এবং এয়ারপোর্ট মংলিপার এলাকার স্থায়ী বাসিন্দা।
সন্ধ্যা ৬;৩০ দিকে পিক আপ বাইপাস রোডে দ্রুতগতিতে যেতে দেখে সাজু এবং করিম তাদের সিনিয়র রুপু আহমেদ এর সহযোগিতা নিয়ে এবং তাদের সঙ্গে থাকা যুবদল নেতা সাদ আহমদ, রিপন,শান্ত,সাকিব,সুজিত, ধাওয়া করেন। পিকআপ আটক করে উপরে ধানের গুড়া এবং নিচে ৩২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পিকআপ তল্লাশি করে চোরাই পথে আনা ৩২ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে।
উল্লেখ্য সিলেট জেলা যুবদলের তথ্য যোগাযোগ, ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজু গতকাল ১৫২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে এয়ারপোর্ট থানায় পুলিশের জিম্মায় দিয়ে দেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766