জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত:বুধবার, ০৯ অক্টো ২০২৪ ০৭:১০

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩ কেজি ৯ শ’ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ, গাঁজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ আতাউল্লাহ (৬০) রেনু বেগম (৪৫) ও শচীন্দ্র চন্দ্র
দাস (৭০)। বুধবার (৯ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর ও মেঘারকান্দি পৃথক গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সুয়েব আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুূধবার সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গন্ধব গ্রামে আতাউল্লাহ’র বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ আতাউল্লাহ ও রেণু বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯ শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব আহমেদ, ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন ও পুলিশের এস আই মোঃ ইসমাইল মিয়া।

আটককৃতদের জগন্নাথপুর থানায় সোর্পদ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ