স্কলার্সহোম মেজরটিলা কলেজে আইসিটি অলিম্পিয়াড প্রোগ্রামিংয়ে এদেশের তরুণেরা বিশ্বকে নেতৃত্ব দেবে – অধ্যক্ষ মো. ফয়জুল হক

প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ১০:১০

স্কলার্সহোম মেজরটিলা কলেজে আইসিটি অলিম্পিয়াড প্রোগ্রামিংয়ে এদেশের তরুণেরা বিশ্বকে নেতৃত্ব দেবে – অধ্যক্ষ মো. ফয়জুল হক

সুরমাভিউ:-  স্কলার্সহোম মেজরটিলা কলেজে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠানে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ তরুণরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিশ্বায়নের এই পৃথিবীতে নেতৃত্ব দিবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের কৃতিত্ব ভবিষ্যতের বাংলাদেশকে সমৃদ্ধ করবে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে রোববার (৬ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমির ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শেখ মো.আবু সায়িম।

প্রোগ্রামিং কম্পিটিশনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নতুন নতুন প্রোগ্রামিং উপস্থাপন করে। সেরা পাঁচটি দলে ভাগ হওয়া এসব তরুণ প্রোগ্রামাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। এতে বিচারকমণ্ডলি হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের আইসিটি বিভাগের শিক্ষকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ