১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ০৯:১০
সুরমাভিউ:- সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে ৪র্থ বারের মত উদ্বোধন হলো দুদিন ব্যাপী পর্যটন মেলা-২০২৪। রোববার (৬ই অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর সৈয়দ রাগিব আলী।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে খান অটোস, পাওয়াড বাই স্পন্সর ড্রিম এসোসিয়েট এবং কো-পাওয়াড বাই স্পন্সর হিসে এইচবি এবিয়েশন ট্যুরিজম ইনস্টিটিউট।
এই মেলায় সিলেটে ১০টি স্বনামধন্য পর্যটন প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানগুলো হলো- ট্রাভেলার অফ গ্রেটার সিলেট, গালিবার এক্সপ্রেস, নেক্সট ট্রাভেলার, ট্রি-টপ এডভেঞ্চার ফাম,ট্রাভেল সিলেট, সিটি এভিশন একাডেমি, গ্রাসরুট ট্যুরিজম, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, মুসাফির ট্রাভেল এন্ড ট্যুরস। মেলা চলবে ৭ই অক্টোবর রাত ৭টায় পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অন্যান্য শিক্ষক ও লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুল হালিম ও সকল সদস্যবৃন্দ।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সন্তোষ প্রকাশ করে বলেন, পর্যটন মেলা-২০২৪ একটি সুন্দর উদ্যোগ। এই মেলার মাধ্যমে আমরা আমাদের পণ্য ও সেবা সম্পর্কে সবার কাছে তুলে ধরতে পেরেছি। মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিলো ব্যাপক। দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে জানতে পেরে সন্তুষ্ট ছিলেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে।এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা তাদের পণ্যের অফার দিচ্ছে। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের বিনোদন মূলক খেলাধুলার আয়োজন করা হয়।
মেলার শেষদিন ৭ই অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার অনুষ্ঠানিকতা শেষ হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেস্ট ব্যান্ড হিসেবে উপস্থিত থাকবে ঢাকা থেকে আগত ব্যান্ড ব্ল জিন্স। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। এতে সবার জন্য উন্মুক্ত প্রবেশাধিকার রয়েছে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766