১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ০৭:১০
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাহান মিয়া সহ আরেক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে।
গতকাল রবিবার দিবাগত ভোররাতে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ আব্দুল তাহির এর পুত্র সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিগত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া সুনামগঞ্জ সদর মডেল থানার মামলায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাজী আজাদ উল্লার পুত্র মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ শাহান মিয়াকে ঐ মামলাসহ সিলেটের কোতয়ালী থানার আরেকটি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পর আসামীদের সুনামগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766