হবিগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার, ০১ অক্টো ২০২৪ ০৮:১০

হবিগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  মালবাহী ট্রেনের দুই বগির মাঝখানে বসেছিল দুই যুবক। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেনটি পৌঁছা মাত্রই এক বন্ধু লাফিয়ে নেমে যান। তাকে দেখে অপর বন্ধু লাফ দিতে গিয়ে কাটা পড়লেন ট্রেনে।

ট্রেনের নিচে কাটা পড়ে নিহত যুবকের নাম পাভেল মিয়া (২২)। সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় পাভেল মিয়ার।

বিষয়টি নিশ্চিত করে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন- পাভেল মিয়াসহ দুইজন মালবাহী ট্রেনের একটি বগীতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ