দুই যুবদল নেতাকে সংবর্ধনা দিল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

প্রকাশিত:মঙ্গলবার, ০১ অক্টো ২০২৪ ০২:১০

দুই যুবদল নেতাকে সংবর্ধনা দিল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

সুরমাভিউ:-  সিলেট মহানগর যুবদলের পুর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় দুই যুবদল নেতাকে নগরীর কানিশাইল শামীমাবাদ এলাকায় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাতে নগরীর ওসমানী মেডিকেল সংলগ্ন কানিশাইল পয়েন্টে সিলেট মহানগর যুবদলের পুর্নাঙ্গ কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব ও সহ-প্রচার সম্পাদক সৈয়দ রাসেলকে এই সংবর্ধনা দেয়া হয়।

উপস্থিত দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পিনাক, হাসনাত, ফয়েজ, শামিম, পাবেল, মুজাম্মিল রুবেন, রনি, রাফি, রিফাত, রাব্বি, কাদির, ফকির, রহিম, রকিব ও মাহমুদ প্রমূখ।

সংবর্ধনার জবাবে সিলেট মহানগর যুবদলের নব মনোনীত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব ও সহ-প্রচার সম্পাদক সৈয়দ রাসেল বলেন, নতুন কমিটিতে পদ পাওয়ায় আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। এজন্য কেন্দ্রীয় ও সিলেট মহানগর যুবদল নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা। দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। এদের ষড়যন্ত্রের ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ