২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০১ অক্টো ২০২৪ ০৮:১০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম কারিমুল ইসলাম (২০)। সে হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। কারিমুল ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহতের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতো। সেখানে সে নতুন ব্যবসা শুরু করেছিলো। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলো। শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে সে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হয় কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল সোমবার ভোরের দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ময়নাতদন্ত শেষে মরদেহ লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে নিয়ে আসার কথা রয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, ময়না তদন্ত শেষে লাশটি আজ মঙ্গলবার সকালে বাড়ীতে আনা হবে বলে জানা গেছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766