২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ৩০ সেপ্টে ২০২৪ ০৩:০৯
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :- সুনামগঞ্জের দিরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অফিস পাড়ায় দালালী ও অনৈতিক সুবিধাভোগীদের প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে। সেমবার (৩০-০৯-২৪) বেলা ১২টায় দিরাই পৌর সদরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী মোঃ অনিক হাসান। এতে উল্লেখ করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ দেশের আপামর জনসাধারণের কাছে বিরল সম্মান অর্জন করে। এই সুযোগকে পুঁজি করে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত দিরাইয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। ছাত্রদের যেখানে পড়ার টেবিলে থাকার কথা, সেখানে কতিপয় ছাত্র নামধারী বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা ও দালালিতে ব্যস্ত হয়ে পড়েছে।
ইতোমধ্যে আমরা দেখেছি, কিছু লোক সরকারি অফিসে খবরদারি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ এবং প্রশাসনিক কাজে ব্যঘাত সৃষ্টি করে চলেছে। অফিসপাড়ায় কর্মদিবসের বেশীরভাগ সময় তাদের বিচরণ করতে দেখা যায়।
অথচ আন্দোলনের সময় তাত্রা নিষ্ক্রিয় ছিল। ৫ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে তাদের উদয় ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কলংকিত করার যে কোনো অপপ্রয়াস রুখে দিতে দিরাইয়ের হাজারো ছাত্র একাট্টা।
আমরা প্রশাসনকে বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ সরকারি অফিসে অনৈতিক সুবিধা, দালালি কিংবা অযাচিত খবরদারি করতে গেলে তাদের আইনের হাতে সোপর্দ করুন। বিনা প্রতিবন্ধকতায় সরকারি দায়িত্ব পালন এবং একটি আদর্শ দিরাই উপজেলা গঠনে প্রশাসনকে সবধরণের সহযোগিতা করতে আমরা বৈষম্য বিরোধী মূল ছাত্র আন্দোলনকারীরা সর্বদা প্রস্তুত আছি।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রশীদ চৌধুরী, মোশতাত আহমদ চৌধুরী, আরমান হোসেন আবিদ, কারিমুল হক, নবাব মিয়া, রাহুল হোসেন, হাসান আহমেদ, রোহান মুশফিকসহ অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও দিরাই পৌর শহরে যানজট নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, রিকশা চলাচল সীমিতকরণ, বিভিন্ন মোড়ে যানবাহনের অবৈধ স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, সড়কের ডিভাইডারে বৃক্ষরোপনসহ শহরের সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ গ্রহণ জন্য দাবি জানানো হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766