২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ০৭:০৯
সুরমাভিউ:- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার এক দায়িত্বশীল বৈঠক শনিবার (২৮ সেপ্টেম্বর) উপশহরস্থ কার্যালয়ে বিশিষ্ট সমাজকর্মী হাফিজ সৈয়দ আব্দুল কাইয়ুম ফটিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
সভায় উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে হাফিজ সৈয়দ আব্দুল কাইয়ুম ফটিক মিয়াকে সভাপতি ও মাওলানা সানাউর সুন্দর আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ বিন কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাসান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লোকমান হোসেন, প্রচার সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
সভায়র প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে এক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাই একযুগে এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে পৌছে দেওয়ার আহবান জানান।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766