৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ সেপ্টে ২০২৪ ০৭:০৯
সুনামগঞ্জ প্রতিনিধি:-
২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডের ঘটনা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সাত দফা দাবিতে স্বারকলিপি প্রদান করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যেগে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যরা।
এসময় মানববন্ধন তারা বলেন,পিলখানা হত্যাকান্ডে যেসকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত ও কারাবন্দী করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি ও সবধরনের সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে চাকরী পুর্নবহালের দাবি জানায় তারা। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি হারিয় মানবেতর জীবনযাপন করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের নিকট মিথ্যা ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে বিডিআর সদস্যদের অতিদ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া দাবি পরিবারের।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবেক বিডিআর সদস্য ফরিদ ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার হুমায়ুন কবির নেতৃত্বে, জেলা সহসমন্বয় সিপাহি বশির আহমেদ,সিপাহী আবুল কাসেম,সিপাহী আবদুল কাদির প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766