সুনামগঞ্জে এনাফ ক্যানপেইন অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ১৮ সেপ্টে ২০২৪ ০৯:০৯

সুনামগঞ্জে এনাফ ক্যানপেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:- এনাফ ক্যানপেইনের ‘শিশুদের পুষ্টি,নিরাপতা দুরিকনের প্রচার অভিজান সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগামের আয়োজনে পৌর শহরের হাছননগর এলাকায় এই সভা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,সদর উপজেলা সমাজসেবা কমকর্তা মো.আবুল হোসেন, সহকারী কৃষি কমকর্তা এমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, উওম হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জয় সিংহ উপস্থিত ছিলেন।

পরে এনাফ ক্যানপেইনে পৌর শহরের ১৪৫ জন শিশুর মধ্যে ১ শ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ