ছাত্র-জনতার ওপর গুলি : সাবেক ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার, ১৬ সেপ্টে ২০২৪ ০৮:০৯

ছাত্র-জনতার ওপর গুলি : সাবেক ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালানোর অভিযোগে কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন  ম ইমরান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। একই অভিযোগে মাসুদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলাও রয়েছে। এ ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাকে কিশোরগঞ্জ সদর থানায় সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ