ঈদে মিলাদুন্নাবী (সা:) পালন করা হয়েছে, মাধবপুর, ছাতিয়াইন, বিশ্বনাথ উচ্চ-বিদ্যালয় এর মাঠে!

প্রকাশিত:সোমবার, ১৬ সেপ্টে ২০২৪ ০৬:০৯

ঈদে মিলাদুন্নাবী (সা:) পালন করা হয়েছে, মাধবপুর, ছাতিয়াইন, বিশ্বনাথ উচ্চ-বিদ্যালয় এর মাঠে!

শেখ মো:শাহিন উদ্দিন:-  খান্দুরা দরবারের পিরজাদা সৈয়দ জুবায়ের কামাল এর উদ্যোগে হাজার ভক্ত মুরিদান গণ মিলাদুন্নাবি (সা:) এর উপলক্ষে মিলাদ, মাহফিল, বরকত-ময় র‍্যালী ও দোয়া করা হয়েছে।

মাধবপুর, বিজয়নগর, নাসিরনগর তিনটি উপজেলার ভক্ত, মুরিদান বরকত-ময় র‍্যালীতে অংশ গ্রহণ করে।

এবং কবর বাসীদের মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়েছে।