৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৪ সেপ্টে ২০২৪ ০৯:০৯
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নিজ জেলা গোপালগঞ্জে শুক্রবার সফরে গেলে তাঁর গাড়ী বহরে হামলা করে দূর্বৃত্তরা,এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী,তাঁর স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রত্না ও দুই ছেলেসহ প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের কাশিনাথ রোড থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক গাজী জাবেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামন সাহেদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য আবু বক্কর তালুকদার, সদস্য শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, রুহেল আহমেদ, শেখ আবেদ আহমেদ, জুয়েল আহমেদ, শেখ জুয়েল, সেজিম আহমেদ, শেখ মহসিন, মাহফুজুর রহমান মফিজ, আলম খান, কুলাউড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম ভূইয়া খোকন, শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব আহমেদ শিমুল, কমলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক জমির হোসেন প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766