“শাহজালাল রহ: তাওহিদি কাফেলা” গঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৩ সেপ্টে ২০২৪ ১১:০৯

“শাহজালাল রহ: তাওহিদি কাফেলা” গঠিত

“শাহজালাল রহ: তাওহিদি কাফেলা” গঠিত –
শাহজালাল রহ: এর মাজার শিরক ও অশ্লীলতা মুক্তি করনের লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর সোমবার কর্মসূচি ঘোষণা।

হযরত শাহজালাল(রহ:) এর মাজারকে
কেন্দ্র করে শিরক-বেদাত-অশ্লীলতা
-নাচগান-মদ-গাজার আসর বন্ধ করে
মাজারের পবিত্রতা রক্ষার দাবী আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার লক্ষ্যে “হযরত শাহজালাল রহ; তাওহিদি কাফেলা”নামক সংগঠন গঠন করা হয়েছে।
গতকাল বাদ মাগরিব জামেয়া মাদানিয়া কাজির বাজার মসজিদে জামেয়ার মুহতামীম হযরত মাওলানা শায়েখ আব্দুস সুবহানের সভাপতিত্বে সিলেটের সর্বস্তরের আলেম-উলামা, আইনজীবী,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র নেতাদের অংশ গ্রহনে @@অনুষ্ঠিত সভায় তাওহিদি কাফেলা গঠিত হয়।
সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খানকে আহ্বায়ক,মাওলানা শাহ মমশাদ আহমদকে সদস্য সচিব করে ১৫১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা মন্ডলী-
১-হযরত মাওলানা জিয়া উদ্দিন দা; বা:
২-হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক দা: বা:-পীর সাহেব বরুণা।
৩-হযরত মাওলানা ইমাদ উদ্দিন (দা: বা:) পীর সাহেব ফুলতলী।
৪-হযরত মাওলানা নুরুল ইসলাম খান
সুনামগঞ্জি
৫-হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান,মুহতামীম দারুস সালাম মাদরাসা।
৫-হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী
৬-হযরত মাওলানা শায়েখ আব্দুস সুবহান। মুহতামীম জামেয়া মাদানিয়া কাজির বাজার।
৭-হযরত মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ি,মুহতামীম,জামেয়া কাসিমুল উলুম দরগাহ।
৮-হযরত মাওলানা আলীমুদ্দীন দুর্লভপুরী
৯- হযরত মাওলানা মজদুদ্দীন আহমদ
প্রিন্সিপাল ভার্থখলা মাদরাসা।
১০-মাওলানা রেজাউল করিম জালালি।
১১-হযরত মাওলানা আব্দুল বাছির।
মহাসচিব,আজাদা দ্বিনী এদারা
১২-হযরত মাওলানা ইউসুফ খাদিমানি,
পরীক্ষা নিয়ন্ত্রক,আজাদ দ্বিনী এদারা।
১৩-মাওলানা আব্দুল গাফফার –
পীর সাহেব রায়পুরী
১৪-মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জি
১৫- মাওলানা হেলাল আহমদ।
মুহতামীম হরিপুর মাদরাসা।
১৬ -মাওলানা নজমুদ্দিন কাসেমী।
১৭-জনাব আলহাজ নুমানি চৌধুরী
শুরা সদস্য,তাবলীগ জামাত খোজারখলা মারাকাজ
১৫-সিলেটের তিনটি প্রেসক্লাবের সভাপতি।
১৬-দুই জন প্রবীন ব্যবসায়ী নেতা।
১৭-লে; কর্নেল (অব:) আতাউর রহমান পীর।
১৮-কবি আবুল কালাম আজাদ।

আহ্বায়ক কমিটি–
আহ্বায়ক-
হযরত মাওলানা মুশতাক আহমদ খান।
যুগ্নআহ্বায়ক-
১-মাওলানা সৈয়দ শামীম আহমদ -মুহতামীম শামিমাবাদ মাদরাসা।
২- মাওলানা হাফেজ আসজাদ আহমদ-ইমাম ও খতিব দগাহ মসজিদ
৩-মাওলানা শাহীনুর পাশা চৌধুরী-
সাবেক এম,পি
৪-মাওলানা আহমদ কবির।
মুহতামীম, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট।
৫- মাওলানা হাবীব আহমদ শিহাব।
সভাপতি জাতীয় ইমাম সমিতি,
সিলেট মহানগর।
৬-মাওলানা মুফতি মুজিবুর রহমান।
মুহতামীম,দারুল হুদা মাদরাসা।
৭- মাওলানা আবু-সালেহ কুতবুল আলম,ভাইস প্রিন্সিপাল,ইয়াকুবিয়া
মাদরাসা,সুবহানীঘাট।
৮-জনাব মাওলানা খলিলুর রহমান
৯-মাওলানা তাজুল ইসলাম হাসান
১০-মাওলানা গাজী রহমাতুল্লাহ
১১-মাওলানা আব্দুল মালিক চৌধুরী
১২-মাওলানা সাঈদ আহমদ
১৩-এডভোকেট মুহাম্মাদ আলী
১৪- আলহাজ্ব কামাল আহমদ।
১৫-আলহাজ বদরুল ইসলাম-মার্কিন প্রবাসী-কুচাই

সদস্য সচিব-
শাহ মমশাদ আহমদ
জামেয়া মাদানিয়া কাজির বাজার।
যুগ্ন-সদস্য সচিব-
১-মাওলানা ফখরুজ্জামান।
মুহতামীম,ফরিদাবাদ মাদরাসা
২-মাওলানা সিরাজুল ইসলাম
সাধারণ সম্পাদক-সিলেট মহানগর ইমাম সমিতি।
৩-মুফতি জিল্লুর রহমান কাসেমী।
মুহতামীম হেমু মাদরাসা
৪-মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী।
সিনিয়র উস্তাদ- দারুস সালাম,মাদরাস।
৫-মাওলানা রফিকুল ইসলাম মুশতাক।
মুহতামীম,ঝালোপাড়া মহিলা মাদরাসা।
৬-মাওলানা শাব্বির আহমদ।
প্রিন্সিপাল দারুল ফালাহ।

তাওহিদি কাফেলার আহ্বায়ক কমিটির
প্রথম সভা আগামী ১৬ সেপ্টেম্বর,।সোমবার জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদরাসায় অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ছাত্র সংগঠন,সামাজিক-ধর্মীয়
সংগঠন এর প্রতিনিধি সমন্বয়ে ১৫১ সদস্য পুর্ন করা হবে।এবং সুচিন্তিত
কর্মসূচি গ্রহণ করা হবে।ইনশাআল্লাহ।

রাসুল স; এর সুন্নাহ প্রেমিক সকল তাওহিদি জনতার পরামর্শ,সহযোগীতা ও দোয়া প্রত্যাশী।
আল্লাহ আমাদের ইখলাসের সাথে কাজ করার তাওফিক দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ