সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতে পাচারের সময় ২ কোটি ১১ লক্ষ টাকার মালামাল জব্দ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ সেপ্টে ২০২৪ ০৭:০৯

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতে পাচারের সময় ২ কোটি ১১ লক্ষ টাকার মালামাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমান সুপারি, রসুন ও মাছসহ ২কোটি ১১লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।

এ সময় ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ০৪টি মাহেন্দ্রা পিকআপ আটক করা হয়।

এদিকে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারনে কোন আসামীকে আটক করা সম্ভব হয় নি।

সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ