মৌলভীবাজারে যানজট নিরসনে শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ সেপ্টে ২০২৪ ১১:০৯
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার শহরের যানজট নিরসনে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মৌলভীবাজার ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার শহরে রাস্তা দখল করে গড়ে উঠা দোকানপাট, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি অটোরিকসা, টমটমের অবাধ চলাচলের কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সবাই একমত পোষন করেন।
পুলিশ সুপার যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘শহরের ক্যাপাসিটি অনুযায়ী যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। শহরে রাস্তা ও জনসংখ্যার অনুপাতে যানবাহন ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা প্রশাসন, বিআরটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ সুপার শহরের যানজট নিরসনে অবৈধ পার্কিং, রেজিষ্ট্রেশনবিহীন টমটম, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।