২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১১ সেপ্টে ২০২৪ ০৫:০৯
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের জনগণ যখন যা চেয়েছে তা আদায় করে ঘরে ফিরেছে। বিএনপি গত ১৬টি বছর আন্দোলন করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ভোটের অধিকার ফিরে পাবার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। এই আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, অগণীত অসংখ্য মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে, কিন্তু আমরা রাজপথ থেকে পালিয়ে যাইনি। ১/১১ এর সময় ৫৯১দিন দেশের বিভিন্ন কারাগারে জেল কেটেছি, ফাঁসির সেলে থেকেছি, কিন্তু বিএনপি ছেড়ে যাইনি। আজকে এই দল, কালকে ওই দল, এগুলো মানুষ ভালো ভাবে নেয় না।
তিনি মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)বিকালে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরব আলী ও জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরনী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766