হবিগঞ্জে গাড়ি চাপায় যুবক নিহত

প্রকাশিত:সোমবার, ০৯ সেপ্টে ২০২৪ ০৬:০৯

হবিগঞ্জে গাড়ি চাপায় যুবক নিহত

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জে একটি গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।