যুক্তরাজ্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ইসি বোর্ড’র সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ০৯ সেপ্টে ২০২৪ ০৫:০৯

যুক্তরাজ্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ইসি বোর্ড’র সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে অবস্থানরত বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর ইসি বোর্ড এর প্রথম মিটিং অনুষ্ঠিত।

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর ২০২৪-২০২৬ ইসি বোর্ড এর প্রথম সভা গতকাল গ্ৰীন স্ট্রীটের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় অনারারি ভাইস চেয়ারম্যান হিসাবে সিরাজ মিয়া, মোঃ আব্দুল বারী, শেখ ফারুক আহমেদ ও মোঃ দেলোয়ার হোসেন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী হিসাবে ইন্জিনিয়ার হাবিবুর রহমান, মেম্বারশিপ সেক্রেটারি হিসাবে জাকির হুসেইন ও সহকারী মেম্বারশিপ সেক্রেটারি হিসাবে আবুল হোসেন কে মনোনিত করা হয়।
সভায় গতবছরের মত এবারও বাংলাদেশে সিলেটে গরীব ছাত্র/ছাত্রীর মাঝে স্কুল এডমিশন ফী প্রদান ও আগামী বছরে ফেব্রুয়ারীর দিকে ৫ম বারের মত লন্ডনে গ্ৰেজুয়েশন অ্যাওয়ার্ড করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এসব ব্যাপারে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়।

সংগটনের চেয়ারম্যান মহিব উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান, জেনারেল সেক্রেটারি দিলওয়ার হুসেন, জয়েন্ট সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল কামাল ও ট্রেজারার মোহাম্মদ আফতার আহমেদ।

 

আরও উপস্থিত ছিলেন ইসি মেম্বার জামাল উদ্দিন, সিরাজ মিয়া, শেখ ফারুক আহমেদ, ইন্জিনিয়ার হাবিবুর রহমান, আসমা আক্তার, মোহাম্মদ দিলোয়ার হুসেন, কায়সর খান, মুজিবুর রহমান, শাদ উল্লাহ, আবুল হোসেন, মাশুক আহমেদ, মোহাম্মদ আব্দুল শফিক, জাকির হুসেইন, জাকারূল ইসলাম, মো. আশরাফুল ইসলাম ও কাইয়ূম মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ