মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত:শনিবার, ০৭ সেপ্টে ২০২৪ ০৭:০৯

মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

সুরমাভিউ:-  মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক সামাজিক ব্যাক্তিত্ব মাছুম আহমদ- এর আকস্মিক মৃত্যুতে মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নগরীর পাঠানটুলা বৈরাতী কমিউনিটি সেন্টারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উনার মৃত্যুতে বৃহত্তর পাঠানটুলা দর্জিপাড়া, করেরপাড়া, গোয়াবাড়ী, কুচারপাড়া, পাঠানটুলা সিলেট সহ  পুরো এলাকাবাসী শোকাহত।

বৃহত্তর পাঠানটুলার বিশিষ্ট মুরব্বি আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যাংকার দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাছুম আহমদের বড় ভাই বিশিষ্ট মুরব্বি ও মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির কর্নধার জনাব করিম উল্লাহ হেলাল, আব্দুর রাজ্জাক রাজন, ফয়জুল হক, ভানুজয় দাস, আব্দুল বাছিত মহসিন,অমল দে, আলতাফ হোসেন, মতিউর রহমান খান, হাজী জুনেল আহমেদ, ফরহাদ হোসেন, ওবায়েদুর রউফ সাব্বির।

আরও উপস্থিত ছিলেন, আজাদ হোসেন,মাসুদ করিম, মিতুল, গোলাম মোস্তফা, শাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, সঞ্জয় দেব, মৃনাল সেন, সঞ্চু দে, নিখিল দে, সাবলু পাঠক, নিপেন্দ্র দে নিপু, দুলুল তালুকদার,  গোলাম কিবরিয়া,  আব্দুল হাকিম, আবুল কাসেম মিলন, সুফিয়ান, বশির খান লাল, আবু জাফর সুজন, রাশেদ আহমেদ, কামাল আহমদ, তাহমিদ আহমেদসহ বিভিন্ন পাড়া-মহল্লা এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরন তেলওয়াত করেন করেরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব  হাফিজ  মাওলানা সাদেকুর রহমান  অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা হোসেন আহমেদ। স্মরণ সভাশেষে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক সামাজিক ব্যাক্তিত্ব মাছুম আহমদ আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ