সিলেট শহরতলীর ধূপাগোল প্রাথমিক বিদ্যালয়ের ২টি ল্যাপটপ চুরি, থানা জিডি

প্রকাশিত:শুক্রবার, ০৬ সেপ্টে ২০২৪ ১১:০৯

সিলেট শহরতলীর ধূপাগোল প্রাথমিক বিদ্যালয়ের ২টি ল্যাপটপ চুরি, থানা জিডি

সুরমাভিউ:-  সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধিন ৩নং খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৪ আগস্ট বৃহস্পতিবার দিবগত রাতে। এ ব্যাপারে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারের আটকিয়ারী গ্রামের বাসিন্দা মোঃ ইমাম হোসেন এর ছেলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন (৫৮) বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। সাধারণ ডায়রী নং- ২২৬, তারিখ- ০৫/০৯/২০২৪ইং।

জিডি সূত্রে জানা যায়, ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন (৫৮) নিত্যদিনের মতো গত ০৩/০৯/২০২৪ইং তারিখ বিকাল অনুমান ৫টার সময় বিদ্যালয়টি বন্ধ করে বাড়িতে চলে যায়। উল্লেখ্য যে, গত ০৪/০৯/২০২৪ইং তারিখ আখেরী চাহার সোম্বা উপলক্ষ্যে ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি ভাবে বন্ধ থাকায় বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ইকবাল আহমদ চৌধুরী (৪২), পিতা- মোঃ আব্দুস সালাম, মাতা-মনোয়ারা বেগম, সাং- উমদারপাড়া, ডাকঘর- সাহেবের বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর উপস্থিতিতে বিদ্যালয়ের কিছু মেরামত কাজ করানো হয় এবং বিকাল অনুমান সাড়ে ৩টার সময় কাজ শেষে দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ইকবাল আহমদ চৌধুরী বিদ্যালয় বন্ধ করে বাড়িতে চলিয়া যায়।
ঐদিন অর্থাৎ ৪ আগস্ট বৃহস্পতিবার রাত অনুমান ১০ টার সময় বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ইকবাল আহমদ চৌধুরী নিত্যদিনের ন্যায় নৈশ্যকালীন ডিউটি পালনে বিদ্যালয়ে উপস্থিত হন। পরবর্তীতে ০৫/০৯/২০২৪ইং তারিখ সকাল অনুমান ৭ টার সময় দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ইকবাল আহমদ চৌধুরী মোবাইল মারফত প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনকে জানায় যে, ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দরজার তালা খোলা এবং রুমের মধ্যে বিদ্যালয়ে রক্ষিত নথিপত্রাদি ও অন্যান্য মালামাল বিক্ষিপ্ত অবস্থায় আছে। এছাড়া সহকারী শিক্ষকের কক্ষের দরজার তালা পাওয়া যায়নি এবং ঐ রুমে রক্ষিত দুইটি ল্যাপটপ যথাক্রমে ১। Lenovo B40-80, RAM-4 GB, ROM 450 GB, Processor Intel (R) Core (TM) i3-5005U, CPU 2.00GH2, Made in China, Received: 08/12/2017, Directory of Primary Education, hvnvi g~j¨ 52,000/- UvKv I 2| Lenovo B40-80, RAM-4 GB, ROM-450 GB, Processor-Intel (R) Core(TM) i3-5005U, CPU@ 2.00GH2, Made in China, Received: 26/02/2018, Directory of Primary Education, যাহার মূল্য ৫২,০০০/- টাকা সহ সর্বমোট ১,০৪,০০০/- (এক লক্ষ চার হাজার) টাকার মালামাল চুরি হয়েছে।

সংবাদ পেয়ে প্রধান শিক্ষক মোবারক হোসেন বিদ্যালয়ে উপস্থিত হয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ইকবাল আহমদ চৌধুরীকে জিজ্ঞাসা করিলে সে জানায় ০৫/০৯/২০২৪ইং তারিখ রাত অনুমান ৩ টার সময় সে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তাই সে বিদ্যালয় অরক্ষিত অবস্থায় রেখে তার বাড়িতে চলে যায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ প্রকৃত ঘটনার জানার চেষ্টা করছে এবং এতদ্ধ বিষয়ে প্রশাসনকে অবগতির জন্য একখানা সাধারণ ডায়রী দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, বিদ্যালয়ের কর্তৃপক্ষ বর্তমানে কোন মামলা করবে না। ভবিষ্যতে কাউকে সনাক্ত বা চিহ্নিত করতে পারলে মামলা দায়ের করা হবে।

তাই উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভূক্ত করে রাখার জন্য থানার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

সাধারণ ডায়রীটি গ্রহণ করেন এস.এম.পি, সিলেটের এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার মোসাঃ আইরিন আক্তার বিপি-৯৪১৩১৬৩৩১৯, মোবাঃ ০১৩২০-০৬৭৬২।
বিদ্যালয়ের ল্যাপটপ চুরি ও কাজগপত্র তছনছ এর সংবাদ পেয়ে ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ৩নং খাদিম নগর ইউপি চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, ইউপি সদস্য নাজিম উদ্দীন ইমরান, জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক মোঃ নজরুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরব্বি ও এস এম সির সাবেক নেতৃবৃন্দ।
সাধারণ ডায়রী করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এস এম পি সিলেটের এয়ারপোর্ট থানার এস আই সাইফুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ