সিলেট শহরতলীয় গোপাল গ্রামে বসত ঘর পুড়ে ছাই, কোটি টাকা ক্ষয়ক্ষতি

প্রকাশিত:শুক্রবার, ০৬ সেপ্টে ২০২৪ ০৮:০৯

সিলেট শহরতলীয় গোপাল গ্রামে বসত ঘর পুড়ে ছাই, কোটি টাকা ক্ষয়ক্ষতি

সুরমাভিউ:-  সিলেট জেলার জালালাবাদা থানাধিন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোপাল গ্রামের বাসিন্দা মোঃ হাকিম আলীর ছেলে মোঃ আলী আশরাফ এর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বসত বাড়ি পড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট, বেলা ১১টা ২০ মিনিটের সময়। এ ব্যাপারে মোঃ আলী আশরাফ ২১ আগস্ট জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯/০৮/২০২৪ইং তারিখ সকাল অনুমান ১১.২০ ঘটিকার সময় আলী আশরাফের নিজ বসতবাড়িতে থাকা ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আকস্মিকভাবে বসত ঘরে আগুন লাগে। উক্ত অগ্নিকান্ডে তাদের বসত ঘরের ১৫টি কক্ষে আগুন লেগে বসত ঘরে থাকা সমস্ত আসবাবপত্র. মূল্যবান কাগজ, দলিল, পর্চা, পাসপোর্ট, সোনাদানা, কাপড়, নগদ টাকা, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, সন্তানদের স্কুল কলেজের সনদপত্র এবং পরিবারের অনেকের ভিসাসহ পাসপোর্ট সমূহ ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে।

সংবাদ পেয়ে সিলেট শহর হতে ফায়ার ব্রিগেড আসে কিন্তু এর আগেই বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিত হয়। বর্তমানে আলী আশরাফ এর পরিবারের সদস্যদের পরনে থাকা কাপড়চোপড় ছাড়া কোন কিছুই অবশিষ্ট নাই।

আলী আশরাফ জানান, আগুণে পুড়ে ক্ষয়ক্ষতির মূল্য অনুমান ১ কোটি টাকা হবে। বিষয়টি ভবিষ্যৎ বিবেচনায় থানায় জিডি এন্ট্রি করেন।

জিডি গ্রহণ করেন এসএমপি’র জালালাবাদ থানা ডিউটি অফিসার মনি আক্তার বিপি-৮৮০৮১২৫১৭৩।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ বিপি-৭৭০৬১০৭৫৫৩ ডায়েরী সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এএসআই (নিরস্ত্র) মোঃ দুলাল হোসাইন বিপি-৮৪০৩০৯৪৩৪৮, মোবাইল নং০১৭১৯৫৭৪৩৪৯-কে দায়িত্ব দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ