ফেনী ও কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সিলেট মহানগর খেলাফত মজলিসের নগদ অর্থ সহায়তা

প্রকাশিত:শুক্রবার, ০৬ সেপ্টে ২০২৪ ০৮:০৯

ফেনী ও কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সিলেট মহানগর খেলাফত মজলিসের নগদ অর্থ সহায়তা

সুরমাভিউ:-  সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সহায়তার জন্য খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সংগঠনের ফেনী জেলা সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতির নিকট নগদ অর্থ তুলে দেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত পুনর্বাসন কার্যক্রম শেষে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ডাঃ এ.এ তাওসীফ।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, সিলেট মহানগরী সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সহ-সভাপতি ডাঃ শাহিদুররহমান, সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা মঈন উদ্দিন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, সিলেট মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ