হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার আসামী কাসেম আটক

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৫ সেপ্টে ২০২৪ ০৮:০৯

হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার আসামী কাসেম আটক

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:-  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোস্তাক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (৪ সেপ্টেবর)রাত ৮টায় র‌্যাবের একটি দল শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র।

পুলিশ জানায়, মোস্তাক হত্যা মামলার এফআইআর এর ৪৭নং আসামী আবুল কাশেম। এদিকে কাশেম গ্রেফতারের খবর চাওর হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সৈনিক থানায় উপস্থিত হয়ে ওসিকে জানান, আটক আবুল কাশেম ছাত্র আন্দোলনে তাদের সহযোগী ছিল। অথচ তাকেই এই মামলার আসামী হতে হল।

ওসি নুরে আলম জানান, তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি নির্দোষ হয় তাহলে চার্জশীট থেকে তার নাম বাদ দেয়া হবে। তবে আপাতত তাকে আটক  ও বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ