মৌলভীবাজারে একাটুনা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ০৪ সেপ্টে ২০২৪ ০৭:০৯

মৌলভীবাজারে একাটুনা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  তৃনমূল পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনের গতিশীলতা ফিরিয়ে এনে সুসংগঠিত ছাত্রদল গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৌলভীবাজার জেলা শাখার অন্তর্ভুক্ত সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে সিংকাপন লম্বা বাড়িতে  একাটুনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মো. রুহুল আলম রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ।
বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সহসভাপতি জায়েদ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার আহমেদ সাজু, সহসাধারণ সম্পাদক আলামিন আহমেদ, তাজুল চৌধুরী, সহ প্রচার সম্পাদক শাহ্ অপু আহমেদ, ছাত্রনেতা ইমরান আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদিক আহমেদ, শাহজাদা শারফিন, রুহুল আমিন, শাহরিয়ার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ বলেন, তৃণমূল থেকে ছাত্রদলকে সুসংগঠিত করে দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে। ছাত্রদলকে শক্তিশালি করার জন্য ছাত্রদল কাজ করে যাচ্ছে, আশা করি এবার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার আহমেদ সাজু বলেন, তৃনমূল প্রর্যায়ে সংগঠনের গতিশীলতা ফিরিয়ে এনে সুসংগঠিত ছাত্রদল গড়ে তুলতে একাটুনা ইউনিয়ন ছাত্রদলকে একসাথে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ