২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৪ সেপ্টে ২০২৪ ১০:০৯
সুরমাভিউ:- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান বলেছেন, মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের পাঠ্যসূচির পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় সম্পৃক্ত করতে হবে। উন্নত জীবন গঠনে মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে হবে। তিনি আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সুশিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সিলেটের তালতলাস্থ প্রশিক্ষণ হলে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ কমিটি সিলেট আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ কমিটি সিলেট এর সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিলেট এর অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট এর পরিচালক খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল হাসেম।
বাংলাদেশ ব্যাংক সিলেট এর সহকারী পরিচালক আব্দুস সামাদ ও অফিসার মোঃ রুহুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।
আলোচনা শেষে অনুষ্ঠানে তিনটি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766