সুরমাভিউ:- দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা (গোয়াইনঘাট, সিলেট) এর মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক, সিলেটের প্রবীণ বুজুর্গ শায়খ খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আব্দুল খালিক শায়খে চাক্তা আজ (০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) দুপুর ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন।
তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া পড়েছে, শোকাহত তার পরিবার, হাজারো ছাত্র, ভক্ত ও অনুরাগীরা।
আগামীকাল ০৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় দারুসসালাম লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।