জরুরী ভিত্তিতে মুয়াজ্জিন আবশ্যক

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ সেপ্টে ২০২৪ ০৮:০৯

জরুরী ভিত্তিতে মুয়াজ্জিন আবশ্যক

সুরমাভিউ:-  নগরীর তপোবন জামে মসজিদ আখালিয়া সিলেট এর জন্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, কোরআনে হাফিজ রমজান মাসে তারাবীহ পড়ানোর যোগ্যতা সম্পন্ন ,সুন্দর কন্ঠস্বরের অধিকারী একজন হাফেজ ও নূন্যতম কওমি মাদ্রাসার মুখতাসার জামাত অথবা আলিম পাস মুয়াজ্জিন আবশ্যক।

আগ্রহী প্রার্থীকে অবশ্যই আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে নিম্নে উল্লেখিত কাগজপত্র জমাদান করতে হবে

আবশ্যক তথ্যাদি সমূহঃ-
১.শিক্ষাগত যোগ্যতার সনদ।
২.জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩.সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

বিঃ দ্রঃ বয়স ২৫- ৩০ বৎসর।
বিবাহিত হতে হবে।

সুযোগ সুবিধা:
থাকা খাওয়ার সুব্যবস্থা আছে।
হাদিয়া আলোচনা সাপেক্ষ।

যোগাযোগ:
01728203954
01711342133

এ সংক্রান্ত আরও সংবাদ