‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত:রবিবার, ০১ সেপ্টে ২০২৪ ১০:০৯

‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ

সুরমাভিউ:-  সামাজিক সংগঠন ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। গত শনিবার নগরীর লিচুবাগানস্থ সংগঠনের অস্খায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।

‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর  ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভি মডেল স্কুলের প্রিন্সিপাল আব্দুর রহমান, সংগঠনের উপদেষ্ঠা মাওলানা শিব্বির আহমদ, জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামিল হোসেন, খাসদবীরের বিশিষ্ট ব্যাবসায়ী মুন্না আহমদ, সমাজ সেবক মাজেদ আহমদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ গাজী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দমুগনী ও পীর মহল্লা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফাইয়াজ আহমেদ, সায়মন আহমেদ, ৪নং ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য শিমুল, মীম আক্তার, সানি, আবিদ হাসান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ