২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ আগ ২০২৪ ১০:০৮
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনর সাধারণ নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সিসিকের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওয়েলফেয়ার এসোসিয়েশের আহব্বায়ক দিলার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহব্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ ঠিকাদারবৃন্দদের সাথে মত বিনিময় করা হয়। সভায় সাধারণ ঠিকাদারদের মতামতের ভিত্তিতে ওয়েলফেয়ার এসোসিয়েশের আগামী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সকল সাধারণ ঠিকাদারের মতামতের ভিত্তিতে কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কমিটি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ধারা তালিকা ভুক্ত ঠিকাদার বৃন্দের সরাসরী ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত হলে সকলের উপস্থিতিতে আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার ভোট গ্রহনের তারিখ ধার্য্য করা হয়। উক্ত সাধারণ সভায় সকলের মতামতের মাধ্যমে আহমদ হোসেন রেজাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- মো. জহির হুসেন তুহিন, রাখাল দেব, নাদির খান, মাছুম ইফতেখার রসুল শিহাব, গোলাম রহমান চৌধুরী জাহেদ ও ইজ্জাদুর রহমান মুন্না। উক্ত নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া ও নিয়মাবলি সাধারণ ঠিকাদারদের কাছে যথাসময়ে প্রকাশ করবেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766