সুরমাভিউ:- নব্য পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার বোন রেহানা ভারতে বসে আবারও বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তার করে প্রতিবিপ্লবের দুঃস্বপ্ন দেখছে। দেশ এখন ভারতীয় ও কট্টর হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। দেশের ছাত্র-জনতার সফল আন্দোলন সংগ্রামে পনেরো বছরের স্বৈরশাসনের পতন নিশ্চিত করেছে, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসে প্রথম যে, পুরো পার্লামেন্ট সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে।
১৭ আগস্ট (শনিবার) কানাইঘাট পূর্ব বাজারে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখা আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি উবায়দুল্লাহ ফারুক কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, দেশে ১৫ বছরে স্বৈরশাসকের দোসররা প্রতিটি সেক্টরে গাপটি মেরে বসে আছে। এদেরকে চিহ্নিত করে পুরো ডিপার্টমেন্ট যতক্ষণ না সংস্কার হবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না। স্বৈরশাসকের দোসররা আবারও দিনের ভোট রাতে কাস্টিং করার ষড়যন্ত্র করবে।
তিনি আরও বলেন, স্বৈরশাসক গত পনেরো বছর থেকে নাগরিক সুবিধা দিতে ব্যার্থ হয়েছে। দেশের গ্যাস, ইলিশ, স্থলবন্দর ও আকাশপথ সবকিছু ভারতকে দিয়েছে৷ উল্টো বিদ্যুৎ, পাথর এগুলো চড়াও দামে দেশে আমদানি করছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ডসংখ্যক দূর্নীতি হয়েছে।
শাখা সংগঠনের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও গিয়াস-মুশাহিদ ও আব্দুল কুদ্দুসে যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা উত্তর জমিয়তের সেক্রেটারি মুফতি ইবাদুর রহমান, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি ফারুক আহমদ, পৌর জমিয়তের সভাপতি এবাদুর রহমান, ফখরুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিক, খলিলুর রহমান (মেম্বার), আব্দুর রাজ্জাক (মেম্বার), হাফিজ কাওসার আহমদ, মাওলানা ইমরান হোসাইন, আব্দুল্লাহ বিন আব্দুল মালিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন হাঃ সাজ্জাদুর রহমান ও দলীয় নাশিদ পরিবেশন করেন তারেক মাহমুদ।
সমাবেশে- আওয়ামিলীগের শাসনামলে পিলখানা হত্যা, ‘১৩ এর হেফাজতের গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনে ১৭ জন মাদ্রাসা ছাত্র হত্যা ও ‘২৪ এর জুলাইয়ের ছাত্র হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানানো হয়।