৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১১ আগ ২০২৪ ০৯:০৮
সুরমাভিউ:- অবিলম্বে সকল প্রকার অপরাধমূলক ও নৈরাজ্যকর কার্যক্রম বন্ধ করে জনজীবনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা-লুটতরাজ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকান্ডের বিচারসহ অন্যান্য দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলার উদ্যোগে আগামীকাল ১২ আগষ্ট সোমবার বিকাল সাড়ে চারটায় কোর্ট পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহবায়ক আবু জাফর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন,বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদ সিলেট জেলা সাধারণ সম্পাদক নাজাত কবির ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম,বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল অদ্য ১১আগষ্ট গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে আগামীকাল বিকাল সাড়ে চারটায় কোর্ট পয়েন্টে জনসভা সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766