২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৪ আগ ২০২৪ ০২:০৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা সিএমএম কোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে বেলা ১১টার দিকে একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরও তীব্রভাবে স্লোগান দেওয়া শুরু করে বিক্ষুব্ধ জনতা। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়। মিছিলটি কোর্ট এলাকা অতিক্রম করার সময় সিএমএম কোর্টের সামনে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেয়।
পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766