৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ আগ ২০২৪ ০৯:০৮
সুরমাভিউ:- কোটা সংস্কার আন্দোলন পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ, স্কুলের শিক্ষার্থীদের হত্যার বিচার ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ শাখা।
বুধবার দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে আন্দোলন দমনের নামে পুলিশ নির্বিচারে গুলী করে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও নিন্দা জানান আইনজীবীরা। অনতিবিলম্বে ঘাতকদের সনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার সরকার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করা হয়।
এসময় আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মল্লিক মইনুদ্দিন সোহেল, জেল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এডভোকেট আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766