দোয়ারাবাজারে ৯৬ বস্তাভারতীয় চিনিসহ আটক চোরাকারবারি

প্রকাশিত:বুধবার, ৩১ জুলা ২০২৪ ০৮:০৭

দোয়ারাবাজারে ৯৬ বস্তাভারতীয় চিনিসহ আটক চোরাকারবারি
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৯৬ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার (২৯ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান।
পুলিশ সূত্রে, সোমবার বিকালে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই ফরিদ মিয়া, এসআই  বাবলুর রহমান খান,  এএসআই সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কালাউড়া গ্রামের মফিজ মিয়া’র পুত্র মনির হোসেন (৪০) এর বসত ঘরে অভিযান চালিয়ে ৯৬ বস্তা ভারতীয় চিনিসহ (মূল্য ৫.০০০.০০০) চোরাকারবারি মনির হোসেনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ