সিলেট জেলার নবাগত পুলিশ সুপারকে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত:রবিবার, ১৪ জুলা ২০২৪ ০৬:০৭

সিলেট জেলার নবাগত পুলিশ সুপারকে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ফুলেল শুভেচ্ছা

সুরমাভিউ:-  সিলেট জেলার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)-কে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসময় পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো সিলেটে সুশাসন প্রতিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে সেবা প্রদান করা। এসময় তিনি সিলেটের আইনশৃঙ্খলা বজায় রাখতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাহ উদ্দিন বেলাল, সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য নজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ